শুক্রবার, জুলাই ৪, ২০২৫
মূলপাতাস্বাস্থ্যকাপ্তাইয়ে ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

কাপ্তাইয়ে ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত  স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কাপ্তাই শাখার  সভাপতি  সমীরণ তঞ্চঙ্গা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তনচংগ্যার নেতৃত্বে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮ টা হতে ১০ টা পর্যন্ত এই  কর্মসূচি পালন করা হয়।

এ সময়  এসোসিয়েশনের  কাপ্তাই শাখার  সভাপতি  সমীরণ তনচংগ্যা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তনচংগ্যার  জানান,  স্বাস্থ্য অধিদপ্তরের  নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান)সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান,  ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে ৬৪ জেলার  ন্যায় আজ মঙ্গলবার  কাপ্তাইয়ে অবস্থান  কর্মসূচি পালন করা হয়েছে।

তাঁরা আরোও  জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা ১ লাখ ২০ হাজার  অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে  ইপিআই এর মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে থাকেন।

কিন্তু তাদের  সম মর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারি তহশিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছে।

অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে, নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং–এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। তাই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশ কৃত নিয়োগ বিধি সংশোধনের প্রস্তাবনার চুড়ান্ত অনুমোদনের দাবি জানানো হয়।

আর দাবী মেনে নেওয়া না হলে আগামি  ১ সেপ্টম্বর হতে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন  পালন করা হবে বলে তাঁরা জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments