শুক্রবার, জুলাই ৪, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবাঘাইছড়ি মারিশ্যা জোনের সহায়তা

বাঘাইছড়ি মারিশ্যা জোনের সহায়তা

রাঙামাটির বাঘাইছড়িতে সীমান্তবর্তী দূর্গম দোসরে বেনুবিহার উপসনালয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কর্তৃক ১০০০ লিটার পানির ট্যাংক বিতরণ করা হয়েছে ।

বুধবার  দোসর বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় দোসর বেনুবিহার উপসনালয়ে সপেয় পানি সরবরাহের জন্য ০১টি (১০০০ লিটার) পানির ট্যাংক প্রদান করা হয়।

পানির ট্যাংকটি উপসনালয় এর সভাপতি শান্তি প্রিয় চাকমা, সাধারণ সম্পাদক রেন্টু চাকমা ও স্থানীয় মেম্বার বিনয় চাকমা এর নিকট হস্তান্তর করা হয়।

এ সময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে

এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যানমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments