রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নেই।বৃক্ষ মানুষের পরম বন্ধু, তাই সকলকে পরিবেশ সুরক্ষায় আন্তরিকভাবে কাজ করতে হবে।
সোমবার সকাল ১১টায় রাঙ্গামাটির রাণীদয়াময়ী উচ্চ বিদ্যালয় হলরুমে চ্যানেল আই, প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে রাঙামাটি জেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এসব কথা বলেন।
চ্যানেল আই, রাঙামাটি প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি চ্যানেল আই জেলা প্রতিনিধি এবং প্রকৃতি ও জীবন ক্লাবের প্রধান সমন্বয়ক মনসুর আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও রাঙামাটি পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন, ট্যুরিস্ট পুলিশ, রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার, নিহাদ আদনান তাইয়ান, জেলা পরিষদ সদস্য মো; হাবিব আজম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার আল হক, দৈনিক রাঙামাটির ব্যবস্থাপনা সম্পাদক বেগম সুফিয়া কামাল ঝিমি, রাঙামাটি এফপিএবির সভাপতি শাহেদা আকতার, রাঙামাটি হিল সার্ভিসের সভাপতি মিনারা বেগম, রানীদয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য মনোয়ারা বেগম, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মিল্টন বাহাদুর প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ আরো বলেন, প্রাকৃতিক পরিবেশ রক্ষায় প্রতি বছর প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচী প্রশংসার দাবি রাখে। সমাজে যার যার অবস্থানে থেকে পরিবেশ সুরক্ষায় ভুমিকা রাখতে সকলকে আহবান জানান জেলা প্রশাসক।
বিশেষ অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ, রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার, নিহাদ আদনান তাইয়ান বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি রাঙামাটিকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পরিবেশ সুরক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
তিনি চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসুচীর প্রশংসা করেন এবং এধারা অব্যাহত রাখার আহবান জানান। আলোচনা সভার আগে অতিথিবৃন্দ স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
জুন থেকে আগস্ট মাস পর্যন্ত জেলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে প্রায় ১৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।