শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবিলাইছড়িতে আনন্দ মুখর পরিবেশে কাব কার্ণিভাল অনুষ্ঠিত

বিলাইছড়িতে আনন্দ মুখর পরিবেশে কাব কার্ণিভাল অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় সারা বাংলাদেশে একসাথে  ৫২৭ টি উপজেলায় কাব শিশুদের মিলনমেলা  ” কাব  কার্ণিভাল অনুষ্ঠান – ২০২৫  সোমবার (২৩ জুন )   অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ১১ টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হল হতে  সারাদেশে ভার্চুয়ালি এই কাব কার্নিভালের শুভ উদ্ভোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ  ইউনূস।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটস বিলাইছড়ি  উপজেলা শাখার আয়োজনে সোমবার ( ২৩ জুন)  সকালে বিলাইছড়ি  সরকারি উচ্চ  বিদ্যালয় মাঠে  কাব কার্ণিভাল ২০২৫ অনুষ্ঠিত হয়। মহাবৃত্তের আকারে কার্যক্রম দাঁড়িয়ে ব্রিফিং করা হয়।  এতে উপজেলার প্রায়  সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো  অংশ নেয়। এতে শিশুরা  অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে অংশ নিয়ে তাদের বিভিন্ন  পারদর্শিতা যেমন-তীর নিক্ষেপ, রিং ছোড়া, বালতিতে বল নিক্ষেপ, টার্গেট হিটস্ সহ বিভিন্ন পারদর্শিতা প্রদর্শন করে।

এছাড়া কাব কার্ণিভালে আকর্ষণীয় রুপে সজ্জিত হয়ে রাজার ভূমিকায় শিক্ষক রবিন কান্তি চাকমা এবং রাণীর ভূমিকায় ক্রশনেম পাংখোয়া অংশ নিয়ে  সবার  সাথে আনন্দ মাতোয়ারা হন। এর আগে এদিন সকাল  ১০:০০ টায় জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলন এর মাধ্যমে বিলাইছড়ি  উপজেলা পর্যায়ে এই কাব কার্ণিভালের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি কাব স্কাউটের পরিদর্শক দেববর চাকমা,বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা কমিশনার মো. নুরুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক প্রণব কুমার নাথ,কিরণ চাকমা, সুমতি চাকমা,রিকান চাকমা, সত্যপ্রিয় তঞ্চঙ্গ্যা, রঞ্জন তঞ্চঙ্গ্যা ( উজ্জ্বল),পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা,সুদেব দাশ,প্রীতিময় চাকমা,বিশ্বজিত তঞ্চঙ্গ্যা, ইয়াসমিন সুলতানা, ইয়াছমিন বেগম, নিপ্পন বিকাশ চাকমা,শেলী পারিয়াল,জ্ঞানেন্দু বিকাশ চাকমা, চন্দ্রা দেবী তঞ্চঙ্গ্যা, মো: মোস্তফা, উথোয়াইন মার্মা, সইনু মার্মা, তপন বিকাশ  চাকমা,মনিষা দেওয়ান, প্রবীণ তঞ্চঙ্গ্যা (দুদু), মিনতি চাকমা, লুসি এলিজাবেথ, মোনালিসা পাংখোয়া,মিনু চাকমা, অমিত তঞ্চঙ্গ্যা, সুমতি বালা চাকমা, বিবর্তন চাকমা, সৈকত দাশ রুবেল ,বিপ্লব বড়ুয়া,প্রিয় কুমার তঞ্চঙ্গ্যা, শান্তজিত  তঞ্চঙ্গ্যা, ত্রিরত্ন চাকমা  প্রমূখ।

পরে অতিথিরা  স্টেশন পরিদর্শন করে শিশুদের বিভিন্ন পারদর্শিতা উপভোগ করেন। এদিকে এই দিন বিকেলে  বিদ্যালয়ে হলরুমে  কাবদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়। শেষে অংশগ্রহনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments