শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
মূলপাতাঅপরাধকাপ্তাই ১৪টি গরু খোয়াড়ে দিল ব্যবসায়ী সমিতি

কাপ্তাই ১৪টি গরু খোয়াড়ে দিল ব্যবসায়ী সমিতি

রাঙামাটির কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ের  পরিবেশ নষ্ট করার অপরাধে  ১৪ টি গরু খোঁয়াগে  দিয়েছে ব্যবসায়ি সমিতি।

সোমবার সকালে কাপ্তাই নতুন বাজার ব্যবসায়ি কল্যান সমিতির  কমিটির নেতৃবৃন্দের উপস্থিত গরুগুলো খোয়াড়ে দেয়া হয়।

কাপ্তাই নতুন বাজার বণিক কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ  সম্পাদক করিম উদ্দিন জানান, এসব গরু বাজারে উঠে মল-মুত্র ত্যাগ করে বাজারের পরিবেশ নষ্ট করেছে। এছাড়া বাজারের দোকানের বিভিন্ন খাদ্য নষ্ট ও সবজি দোকানের সবজি নষ্ট করেছে।

তাই এসব অপরাধে গরু গুলো খোয়াড়ে দেয়া হয়। নতুন বাজার বণিক সমিতির লোকজন আরোও জানান, গরুর মল-মুত্র বাজারে করার কারণে  অনেক ক্রেতা সেই মল-মুত্র উপর পরে আহত হয়েছে ।

গরুর মালিককে একাধিকবার বলা হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। আগামীতে মালিক পক্ষ কোন ব্যবস্থা না নিলে আমরা বাজারের পরিবেশ রক্ষায়  আইনি ব্যবস্থা নিব।  ছবি ও ক্যাপশন- আটক গরু খোয়াড়ে দেয়া হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments