বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
মূলপাতাঅপরাধকাপ্তাইয়ে ইয়াবা সহ আটক ১

কাপ্তাইয়ে ইয়াবা সহ আটক ১

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ১ শত পিস ইয়াবা সহ  মোঃ কালু প্রকাশ  নয়ন (৩৬) কে আটক করা হয়েছে। তিনি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের  মোনাফের টিলার মৃত মনির আহম্মেদ এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি  মোঃ মাসুদ জানান,  গত শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ১১ টায় থানার  এসআই সাপুর বখতিয়ার খন্দকার,  এএসআই এএফএম সাদিক হাসান, এএসআই মোঃ আফজাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে  কাপ্তাই – চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলার  শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পটের মুল সড়ক হতে  আসামী  মোঃ কালু প্রকাশ  নয়ন(৩৬) কে ১ শত পিস ইয়াবা
ট্যাবলেট সহ আটক করে।

পুুলিশ জানান তাঁর  বিরুদ্ধে কাপ্তাই থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং  আসামীকে রবিবার (  ২৩ মার্চ) সকালে  রাঙামাটি  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments