বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাশিক্ষাবাঘাইছড়ি মহিলা মাদ্রাসার সভা ও পুরস্কার বিতরণ

বাঘাইছড়ি মহিলা মাদ্রাসার সভা ও পুরস্কার বিতরণ

রাঙামাটির বাঘাইছড়িতে মহিলাদের জন্য শিক্ষা  প্রতিষ্ঠান পশ্চিম মুসলিম ব্লক মহিলা মাদ্রাসা ও এতিমখানা’র ৫ম বার্ষিক সভা উপলক্ষে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

শনিবার বিকালে মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এতে মাদ্রাসার পরিচালক মাওলানা আজিজুর রহমান এর সভাপতিত্বে ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নুর আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামূলক বক্তব্য রাখেন পশ্চিম মুসলিম ব্লকের কৃতি সন্তান ঢাকা উত্তরা গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হযরত আলী।

বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক পৌর মেয়র আলমগীর কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা হাবীব উল্লাহ, পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বাঘাইছড়ি উপজেলার মধ্যে একটি মাত্র মহিলা মাদ্রাসা এটি, এর গুরুত্ব অপরিসীম তাই সকলে মিলে এই মাদ্রাসার জন্য সার্বিস সহযোগিতা করা উচিত একই সাথে নিজেদের মেয়েদের দ্বীনি শিক্কায় শিক্ষিত করার জন্য অভিভাবকদেরও উৎসাহিত করা হয়।

সভা শেষে মাদ্রাসার নুরাণী বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত, ক্বেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং সকল শিক্ষার্থীদের নতুন পোশাক তৈরীর জন্য কাপড় প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত আলী, এবং তিনি ভবিষ্যতেও মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন৷

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments