বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাই তথ্য অফিসের নারী সমাবেশ

কাপ্তাই তথ্য অফিসের নারী সমাবেশ

রাঙামাটির কাপ্তাই  তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে।  “বৈষম্যহীন উন্নত সমৃদ্ধ তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মানে,আমাদের করনীয়” দূর্নীতি,গুজব,বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ বিষয়ে  উপজেলার চিৎমরম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বুধবার সকালে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই  উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত  নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ  মুহুরী।

এ সময় তিনি বলেন, নারীদের অবদান সমাজে অনেক বেশি। তারা পুরুষের পরিপূরক। সমাজের নানা কাজে নারীদের গুরুত্ব অনেক বেশী। নারীকে স্বাবলম্বী হয়ে নিজের উন্নয়ন, সমাজের উন্নয়ন,এমনকি দেশের উন্নয়নে কাজ করতে হবে।

কাপ্তাই উপজেলা সহকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড.এনামুল হক হাজারি, কাপ্তাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.আহসান হাবিব,কাপ্তাই উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর ঝিমি চাকমা, চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়েস্লিমং চৌধুরী।  সমাবেশে চিৎমরম  ইউনিয়ন পরিষদের  ইউপি সদস্যবৃন্দ এবং   ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শতাধিক যুবনারী মহিলা সমাবেশে অংশগ্রহণ নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments