রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনতা ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
বুথের কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আতিয়ার রহমান। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে এ বুথ উদ্বোধন করা হয়।
এ সময় জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় মহা ব্যবস্থাপক মো সিরাজুল ইসলাম চৌধুরী, সহকারী মহা ব্যবস্থাপক মো শফিউল আলম, রাঙামাটি শাখা ম্যানেজার অতীশ চাকমা, সিনিয়র প্রিন্সিপাল অফিসার হোসাইন আকতার রাফি, রাবিপ্রবির সহযোগী অধ্যাপক ধীমান শর্মা, সুচনা আখতারসহ রাবিপ্রবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেনারেল ম্যানেজার বিশ্ববিদ্যালয়ে দ্রুত ব্যাংকের শাখা স্থাপন এবং স্টুডেন্টের জন্য ই-ব্যাংকিং সার্ভিস চালু করার জন্য ভাইস-চ্যান্সেলর মহোদয়কে আশ্বাস প্রদান করেন ।
তিনি বলেন, আমরা আমাদের ই-ব্যাংকিং সেবার জন্য ই-ওয়ালেট এপ্স চালু করার কাজ করছি। আমরা আশা করি আগামী কয়েক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এ সেবার মাধ্যমে ঘরে বসে তাদের যাবতীয় ফিস প্রদান করতে পারবে।