বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকেপিএম ৮২ ব্যাচের কম্বল বিতরণ

কেপিএম ৮২ ব্যাচের কম্বল বিতরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম স্কুলের ৮২ ব্যাচের পক্ষ হতে চন্দ্রঘোনা  নালন্দা বিহার এর  শিশু সদনে অবস্থানরত আবাসিক ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  সন্ধ্যায় কেপিএম ৮২ ব্যাচের ছাত্র নাট্য ব্যক্তিত্ব ও কাপ্তাই  উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক  আনিছুর রহমান উপস্থিত থেকে এই শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় নালন্দা বিহার কমপ্লেক্স এর সভাপতি সমর বড়ুয়া, সাধারণ সম্পাদক কাজল বড়ুয়া, সহ সভাপতি জয়সীম বড়ুয়া, শ্রীমৎ বিপুলজ্যোতি ভিক্ষু,সদস্য সমরেশ বড়ুয়া,
আশ্রমের সহ সভাপতি স্বপন বড়ুয়া, রুপক মল্লিক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: কেপিএম ৮২ ব্যাচের পক্ষ হতে ইতিমধ্যে কেপিএম কয়লার ডিপু হরি মন্দির এলাকা, কর্ণফুলি নদীর জেলে, কাপ্তাই সুইডিশ এতিমখানা সহ বিভিন্ন জায়গায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments