বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতামুক্তকথাকাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন

কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মোঃ কবির হোসেনকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার সকালে প্রেস ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে এবং সর্বসম্মতি ক্রমে অনুষ্ঠিত সাধারন সভায় নির্বাহী সদস্য কবির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।
প্রসঙ্গত, কাপ্তাই প্রেস ক্লাবের বর্তমান সভাপতি কাজী মোশাররফ হোসেন পারিবারিক ও ব্যক্তিগত কারণে গত ১৮ই মে’ ২০২৪ সালে প্রেস ক্লাবের এক সভায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার মৌখিক ঘোষনা দেয়। এসময় উপস্থিত সদস্যরা তাকে মেয়াদ পূর্ণ করা পর্যন্ত থাকতে অনুরোধ জানান। তিনি অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে আজ শনিবার (১৮ জানুয়ারী) কাপ্তাই প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারন সভায় তিনি পদত্যাগ পত্র জমা করলে সর্বসম্মতিক্রমে তা গ্রহন করা হয়। সেসাথে মোঃ কবির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি চলতি কমিটির মেয়াদ পূর্ণ করা পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।
কাপ্তাই প্রেস ক্লাবের উক্ত সভায় বিদায়ী সভাপতি কাজী মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক আলমগীর কবির, সদস্য মোঃ নজরুল ইসলাম লাবলু ও অর্ণব মল্লিক উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments