বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়ন শাখা উদ্যোগে শনিবার সকালে কুকিমারা পাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এছাড়া একইদিন চিৎমরম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।
এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সহ সভাপতি হারুনর রশিদ রতন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম মইন, রাঙামাটি জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মো: রাসেল, কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক উথোয়াইচিং মারমা ও সদস্য সচিব রফিকুল ইসলাম, জাসাস কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: ফারুক, চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।