রাঙামাটির বাঘাইছড়িতে তিন ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
১৬ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এই অভিযান পরিচালনা করেন। এসময় এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটা বন্ধ ঘোষণা করার পাশাপাশি তিন ইটভাটা মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় পানির সাহায্যে কয়েক হাজার কাঁচা ইট ধংস করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা মোতাবেক এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।