বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাঅপরাধকাপ্তাইয়ে পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

কাপ্তাইয়ে পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী টিটু রাম দে(২৫)  কে  গ্রেফতার করা হয়েছে। তিনি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর ছাগলখাইয়া এলাকার প্রতিক দে এর পুত্র।

চন্দ্রঘোনা থানার ওসি  মুহাম্মদ শাহজাহান কামাল বলেন,  গতকাল বুধবার (১৫ জানুয়ারি)  রাত ১০ টা ৪৫ মিনিটে থানার  এএসআই  মীর মোঃ মনির হোসেন এবং  এএসআই ধনেশ্বর ত্রিপুরা সঙ্গীয় ফোর্সসহ  বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর  ছাগলখাইয়া এলাকায় অভিযান পরিচালনা করে নারী ও শিশু মামলা নং-৪১/১৭, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং-০৩) ১১(গ) এর সিআর গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী টিটু রাম দে(২৫) কে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান আসামিকে বৃহস্পতিবার সকালে রাঙামাটি  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments