এনসিটিবি কর্তৃক নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে “আদিবাসী ” সম্বলিত গ্রাফিতি বাতিল এবং বুধবার ঢাকায় অনুষ্ঠিত সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে “স্টুডেন্টস ফর সভারেন্টি” নামক সংগঠনের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আদিবাসী শিক্ষার্থীরা।
বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে “স্টুডেন্টস ফর সভারেন্টি” নামক সন্ত্রাসী সংগঠনের সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে ১৫ জনের অধিক ছাত্র ছাত্রী ও সাংবাদিক আহত করেছে। ক্রিকেট স্টাম্পে জাতীয় পতাকা বেঁধে আদিবাসী ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে সন্ত্রাসীরা।
সমাবেশ থেকে বক্তারা আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়।
সমাবেশে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।
মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত বক্তব্য রাখেন রাবিপ্রবি আদিবাসী শিক্ষার্থী পরিবারের সভাপতি হৃদয় চাকমা এবং সাধারণ সম্পাদক মনি বিলাস ত্রিপুরা।
মিছিলটি রাবিপ্রবি ক্যাফটেরিয়া থেকে শহীদ মিনার প্রাঙ্গনে শেষ হয়।
প্রসঙ্গত নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ে আদিবাসী শব্দ প্রত্যাহার করার প্রতিবাদে বুধবার ঢাকার মতিঝিলে এনসিটিবি কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘেরাও কর্মসূচি ঘোষণা করে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র পরিষদ। সমাবেশ পরবর্তী আদিবাসী ছাত্ররা মিছিল সহকারে মতিঝলের এনসিটিবি কার্যালয়ের অভিমুখে রওনা হলে স্টুডেন্টস ফর সভারেন্টি” নামধারী সংগঠনের নেতাকর্মীরা মিছিলের উপর অতর্কিত হামলা চালানোে অভিযোগ উঠে। এতে এতে ১৫ জনের অধিক আদিবাসী শিক্ষার্থী আহত হয়।