রাঙামাটির উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক মানুষের জন্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সাজেক ইউনিয়নে বিভিন্ন গ্রামের হত দরিদ্র ও দুস্থ পাহাড়ী ও বাঙালি পরিবারের মাঝে চারশত শীতবস্ত্র বিতরণ করেছেন লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন পিএসসি, অধিনায়ক ৬ ই বেঙ্গল, বাঘাইহাট জোন কমান্ডার, এছাড়াও উপস্থিত ছিলেন মেজর মোঃ আবু নাঈম খন্দকার, উপ অধিনায়ক (ভারপ্রাপ্ত), ৬ ই বেঙ্গল, বাঘাইহাট জোন।
বাঘাইহাট জোন এর প্রশিক্ষণ মাঠে আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী এলাকার চারশত স্থানীয় পাহাড়ি ও বাঙ্গালি জনসাধারণের মাঝে শীতবস্ত্র কম্বল এবং শীতের পোশাক বিতরণ করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।
এ সময় সাজেক ইউনিয়নের মেম্বারগণ ও বাঘাইহাট এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।