বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাঅপরাধবান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাইকে মোবাইলে  প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা তাঁর কাছ থেকে চাঁদা দাবি করেছেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন। হুমকি পেয়ে বুধবার (২৫ ডিসেম্বর) জেলা পরিষদের চেয়ারম্যান বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই  বলেছেন, যে ব্যক্তি টাকা দাবি করেছেন, তাঁকে চেনেন না। হুমকিদাতা কী জন্য টাকা চাইছেন, তা–ও জানাননি। উল্টো অশোভন আচরণ করেন এবং টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকেন

থানায় করা জিডিতে চেয়ারম্যান লিখেছেন, গতকাল দুপুরে তিনি বাসভবনে অবস্থান করছিলেন। এ সময় দুপুর ১২টা ২০ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে তাঁর কাছে টাকা দাবি করেন। দাবি অনুযায়ী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেন। অজ্ঞাতনামা ব্যক্তির এই কর্মকাণ্ডে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ভবিষ্যতের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জিডি করছেন।

থানায় করা জিডিতে চেয়ারম্যান লিখেছেন, গতকাল দুপুরে তিনি বাসভবনে অবস্থান করছিলেন। এ সময় দুপুর ১২টা ২০ মিনিটে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে তাঁর কাছে টাকা দাবি করেন। দাবি অনুযায়ী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে প্রাণনাশের হুমকি দেন। অজ্ঞাতনামা ব্যক্তির এই কর্মকাণ্ডে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। ভবিষ্যতের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জিডি করছেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই একটি জিডি করেছেন। এ নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তে হুমকির সত্যতা পাওয়া গেছে। হুমকিদাতাকে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments