বিলাইছড়িতে দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে হিল ফ্লাওয়ার সুজন কুমার তঞ্চঙ্গ্যা। বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:-রাঙামাটির বিলাইছড়িতে ফারুয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার।
সোমবার হিলফ্লাওয়ার ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ফারুয়া ইউনিয়নে চাইন্দা পাড়ায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় উপজেলা মেডিকেল অফিসার ডা: রনি সরকার রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হিল ফ্লাওয়ার এনজিও’র (PRLC)- প্রকল্প সমন্বয়ক জ্যোতি বিকাশ চাকমা, সাংবাদিক অসীম চাকমা,চাইন্দা পাড়ার হেডম্যান কালন্দ তঞ্চঙ্গ্যা। মেডিকেল ক্যাম্পে রোগী দেখার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ শতাধিক মা ও শিশু এবং বয়স্ক ব্যক্তির চিকিৎসা সেবা গ্রহণ করেন।