মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মূলপাতাপরিবেশদিনে রাতে মা সীতা দেবী মন্দিরে হাতির বিচরণ;  আতঙ্কে পুজারিরা

দিনে রাতে মা সীতা দেবী মন্দিরে হাতির বিচরণ;  আতঙ্কে পুজারিরা

দিনে রাতে একদল বন্য হাতির বিচরণ এবং মন্দিরের গাছ পালায় ক্ষতিগ্রস্ত করার ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম মৌজায় অবস্থিত শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরের পূজারিরা।

গত সোমবার ( ৬ অক্টোবর)  রাতে একদল বন্য হাতি মন্দিরে এসে মন্দিরের গাছ পালা নষ্ট করেন বলে জানান মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী মৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ।

তিনি আরোও জানান, এসময় হাতির দল মন্দিরের অধ্যক্ষের বসতঘর এর দরজা ভেঙে ঘরে প্রবেশ করার  চেষ্টা করে। আমাদের আত্মচিৎকারে তাঁরা সড়ে যাই।

এছাড়া আজ মঙ্গলবার ( ৭ অক্টোবর)  দুপুরের পর একটি হাতি মন্দিরের দিকে আসার চেষ্টা করলে আমরা হু হুল্লোড় করে তাড়িয়ে দিই। আমরা আতঙ্কের মধ্যে আছি।

শ্রী শ্রী মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ এবং সাধারণ সম্পাদক ডা: রতন কান্তি বিশ্বাস বলেন, প্রায়শ হাতির একটি দল মন্দিরের আশে পাশে এসে অবস্থান নেন। তাঁরা মাঝে মাঝে মন্দিরে গিয়ে মন্দিরে গাছ পালা ক্ষতিগ্রস্ত করে।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, বন্য হাতির একটি দল কখনো কর্ণফুলী নদীর উত্তর পাড়ে আবার কখনোও দক্ষিণ পাড়ে অবস্থান করে। হাতির দলটি মাঝে মাঝে ওয়াগ্গা চা বাগানের দিকেও যাই। খাবারের সন্ধানে তাঁরা লোকালয়ে এসে হানা দেয়। আমাদের সকলের উচিত হাতির আবাসস্থল ধ্বংস না করা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments