রাঙামাটির জুরাছড়ি উপজেলায় অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকায়ন গড়ে তোলার লক্ষ্যে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে “গণসংলাপ” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা বিশ্রামাগারে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যা এ আয়োজনের বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. হারুন রশীদ ভুইঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুণ চাকমা, প্রোগ্রেসিফের পিআরএসি উপজেলা সমন্বয়ক শিপ্লব চাকমা, টংগ্যার উপজেলা সমন্বয়ক ফুল্লরা চাকমা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
গণসংলাপে অংশগ্রহণকারীরা পাহাড়ি অঞ্চলের কৃষি, নারী উন্নয়ন, জীবিকা সহায়তা, প্রশিক্ষণ, এবং সরকারি সেবাগ্রহণে জনগণের অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়গুলো নিয়ে মতবিনিময় করেন।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সহনশীল জীবিকায়ন নিশ্চিত করতে হলে স্থানীয় জনগণের মতামত ও চাহিদার ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা জরুরি।
এ সময় সেবাদাতারা তাদের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং সেবাগ্রহীতারা মাঠ পর্যায়ে সেবা প্রাপ্তিতে বিদ্যমান চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন।
গণসংলাপ শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে জনগণ ও সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পার্বত্য অঞ্চলে সহনশীল জীবিকায়নের পথ সুগম হবে।