সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
মূলপাতাপ্রধান খবরজুরাছড়িতে সেনাবাহিনী কর্তৃক নির্মিত ঘর হস্তান্তর

জুরাছড়িতে সেনাবাহিনী কর্তৃক নির্মিত ঘর হস্তান্তর

রাঙামাটি সেনা রিজিয়নের তত্ত্বাবধানে এবং জুরাছড়ি জোনের উদ্যোগে উপজেলায় প্রথম পর্যায়ে গৃহহীন ও অসহায় পরিবারের জন্য নির্মিত ২০টি ঘর হস্তান্তর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার সকালে জুরাছড়ি ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি আনুষ্ঠানিকভাবে সর্বশেষ দুটি পরিবারের নিকট গৃহের চাবি হস্তান্তর করেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সর্বস্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নে নিবেদিত। পাহাড়ি জনপদের সার্বিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতকরণের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও এর ধারাবাহিক অংশ।

অনুষ্ঠানে ১২ জন দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে, স্থানীয় নারীদের স্বনির্ভরতা বৃদ্ধির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান এবং একাধিক পরিবারকে হাঁস ও ঘরসহ হাঁস দেওয়া হয়।

অনুষ্ঠানে জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী পিএসসি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জুরাছড়ি থানার ওসি, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, হেডম্যান, কার্বারী এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments