রাঙামাটি রাজবন বিহার, কাউখালীর অজর অমর বন বিহারসহ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধদের শুভ মধু পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে পুণ্যার্থীদের ঢল নেমেছে।
বৌদ্ধশাস্ত্র মতে, তথাগত ভগবান মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় পবিত্র এ তিথিতে (ভাদ্র পূর্ণিমা) একটি বন্যহাতি বন থেকে ফল এনে বুদ্ধকে দান করলে তা দেখে মৌচাক নিয়ে এসে বুদ্ধকে মধু দান করে এক বানর। বুদ্ধ তার মধু গ্রহণ করায় খুশিতে এ গাছে ও গাছে লাফানোর এক পর্যায়ে বানরটি মারা গেলে তাবতীংস নামক স্বর্গে গমণ করে। তাই প্রতি বছর এ পবিত্র তিথি উপলক্ষ্যে মধু পূর্ণিমা হিসাবে উদযাপন করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
এ উপলক্ষ্যে রোববার রাঙামাটি রাজবন বিহারে সকাল থেকে দিনব্যাপী পালিত হয়েছে নানা কর্মসূচি। এর আগের দিন শনিবার জেলার কাউখালী উপজেলা অজর অমর বন বিহারে সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপিত হয়। এদিন সকালে বুদ্ধপূজা, ভিক্ষুসংঘের প্রাত:রাশ, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কারদান, বুদ্ধমূর্তিদান, আকাশ প্রদীপসহ নানাবিধ দান, উৎসর্গ, ধর্মীয় দেশনা এবং বিকালে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
সকালে অনুষ্ঠিত পণ্যানুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিকেল চাকমা ও সভাপতি সুবর্ন তালুকদার। পুণ্যার্থীদের পক্ষে পঞ্চশীল প্রার্থনা করেন ঘিলাছড়ি মৌজার হেডম্যান পুস্পল কুসুম তালুকদার। সমবেত পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় দেশনা দেন অজর অমর বন বিহার অধ্যক্ষ শ্রীমৎ যবনাতিষ্য মহাস্থবির ও ঘাগড়া বৈজয়ন্ত বন বিহার অধ্যক্ষ শ্রীমৎ তেজেন্দ্রীয় স্থবির।