রবিবার, আগস্ট ৩১, ২০২৫
মূলপাতাঅর্থনীতিলংগদুতে বিজিবির কারিগরী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

লংগদুতে বিজিবির কারিগরী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

রাঙ্গামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের উদ্যোগে মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণের সমাপনীতে সনদ বিতরণ ও কর্মক্ষেত্রের উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে এ সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী মোট ৩১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

এই প্রশিক্ষণের আওতায় দরিদ্র যুবকরা ‘‘ফার্নিচার এন্ড কেবিনেট মেকিং’’, ‘‘হস্ত শিল্প (বেত ও বাঁশ)’’ ‘‘ইলেকট্রিক এবং হাউজ ওয়্যারিং’’ এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

রবিবার সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ভালো ফলাফল অর্জনকারী ৩ প্রশিক্ষণার্থীকে কর্মসংস্থান সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে জোন কমান্ডার জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত অনগ্রসর ৭টি স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও, শিক্ষক-শিক্ষিকা, হেডম্যান ও কারবারীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করেন।

জোন কমান্ডার বলেন, “অদূর ভবিষ্যতে বিজিবি স্থানীয় জনগণের সহযোগিতায় আরও উন্নয়নমুখী কর্মসূচি হাতে নেবে যাতে যুবসমাজ সঠিক পথে পরিচালিত হয় ও মাদক থেকে দূরে থাকে।

প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি পার্বত্য এলাকার যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে চায়, যাতে তারা মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবাদ থেকে দূরে থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।” অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজিবি কর্তৃক পরিচালিত এই প্রশিক্ষণ কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments