রবিবার, আগস্ট ৩১, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিনুরের ওপর হামলার প্রতিবাদে লংগদুতে মশাল মিছিল

নুরের ওপর হামলার প্রতিবাদে লংগদুতে মশাল মিছিল

গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধের দাবিতে লংগদু উপজেলার মাইনীমুখ বাজারের মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ ।

শনিবার সন্ধ্যায় লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকায় হতে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মোহাম্মদ জিহাদের নেতৃত্বে মশাল মিছিল বের করে মাইনীমুখ বাজার প্রদক্ষিণ শেষে মাইনীমুখ ফরেস্ট এলাকায় প্রতিবাদ ও আলোচনা সভায় মিলিত হয়।

প্রতিবাদ সভায় ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মোহাম্মদ (জিহাদ) বলেন, ভিপি নুরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমলের যত প্রশাসন, রয়েছে তাদের সন্ত্রাসী কার্যকলাপ ও ষড়যন্ত্র বন্ধ করতে হবে, না হলে আমরা কঠোর ব্যবস্থা নিবো। এ সময়ে ছাত্র অধিকার পরিষদ লংগদু উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাগর, যুগ্ম-সম্পাদক শামিম, মাহমুদ সহ গণ-অধিকার পরিষদের নেতৃবৃন্দগণ ও ছাত্রজনতা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments