“কর্ম যার যার মানবতা সবার ” এশ্লোগান কে সামনে রেখে রাঙামাটির লংগদুতে মানবতায় বগাচতরের উদ্যোগে আগুনে পুড়ে নিঃস্ব হওয়া অসহায় পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া এবং রাঙামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বগাচতর ইউনিয়নের চৌরাস্তা বাজারে সংগঠনটির নিজস্ব ক্লাবে, সংগঠনের সাধারণ সম্পাদক নবী হোসেনের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলার কৃতি সন্তান জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ডাক্তার খোকন, ৫নং ওয়ার্ডের মেম্বার তৈয়ব আলী, উপদেষ্টা আলী আকবর, মাওলানা মোজাম্মেল হক,মাওলানা আনিছুর রহমান সহ কৃতি শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। এসময় বগাচতর আইডিয়াল দাখিল মাদ্রাসা এবং মাহাজন মাদ্রাসার এসএসসি দাখিলে এ প্লাস এবং এগ্রেড প্রাপ্ত নয় জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক তুলেদেন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ। এক সময় প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলেদেন উক্ত সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ।
উল্লেখ্য সংবর্ধনা অনুষ্ঠান শুরু হওয়ার আগে, পূর্ব রাঙ্গীপাড়া এলাকায় আগুনে পুড়ে বসতবাড়ি নিঃস্ব হওয়া মামুনের ঘরটি পুনরায় নির্মাণ করে দেয় মানবতায় বগাচতর নামক সংগঠনটি। সে ঘরটির চাবি প্রদানের মাধ্যমে ঘরটি উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য। পরে ফিতা কেটে ঘরে প্রবেশ করে দোয়া মুনাজাতের মাধ্যমে অসহায় দম্পতিকে ঘরটি বুঝি দেওয়া হয়।