রবিবার, আগস্ট ৩১, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবাঘাইছড়ি ইউএনওর সাথে যুব রেড ক্রিসেন্টের শুভেচ্ছা

বাঘাইছড়ি ইউএনওর সাথে যুব রেড ক্রিসেন্টের শুভেচ্ছা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজানকে ফুল দিয়ে বরণ করেছে যুব রেড ক্রিসেন্ট, বাঘাইছড়ি উপজেলা টিম।

রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে যান সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, বাঘাইছড়ি উপজেলা টিমের যুব সদস্য মোঃ আরিফুল ইসলাম, জয় চন্দ, রাঞ্জুনী চাকমা, মিশন চাকমা, জান্নাতুল এবং জীবন দেব।

সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন চলমান কার্যক্রম তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনের সুবিধার্থে একটি নির্দিষ্ট অফিসের আবেদন জানানো হয়।

এসময় ইউএনও আমেনা মারজান সংগঠনের প্রশংসা করে বলেন, তিনি সর্বদা যুব রেড ক্রিসেন্টের পাশে থাকবেন। একইসাথে অফিস বরাদ্দের বিষয়েও সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

যুব রেড ক্রিসেন্টের সদস্যরা ইউএনও মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাঘাইছড়িতে মানবিক সেবা কার্যক্রম আরও গতিশীল হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments