সোমবার, আগস্ট ২৫, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে ইমার্জেন্সী হেলথ রেসপন্ডার গ্রুপ সভা

কাপ্তাইয়ে ইমার্জেন্সী হেলথ রেসপন্ডার গ্রুপ সভা

রাঙামাটির কাপ্তাইয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের আয়োজনে ইমার্জেন্সী হেলথ রেসপন্ডার গ্রুপ রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা।

এসময় তিনি বলেন, পৃথিবীতে তাপ মাত্রা বেড়ে গেছে, জলবায়ু পরিবর্তনের ফলে এই ঘটনা ঘটেছে। নগরায়ন এর ফলে বাড়ি তৈরী করতে ইট পোড়ানো হচ্ছে, জীবাশ্ম জ্বালানি পুড়ছে। এর  ফলে পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব পড়ছে। এই মুহূর্তে আমাদের দরকার ফসলি জমি রক্ষা করা এবং বনায়ন করা।

ব্রাকের কাপ্তাই উপজেলার সিনিয়র প্রোগাম ম্যানেজার  শম্পা দাশ গুপ্তার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি এবং কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।  সভায় উপজেলার  চন্দ্রঘোনা এবং রাইখালী ইউনিয়ন এর  স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি এবং সমাজের অংশীজনরা অংশ নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments