বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে রাঙামাটি জেলায় বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম সফল ও গতিশীল করার লক্ষ্যে বুধবার বিকেলে কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তৃব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও কেন্দ্র থেকে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী বাস্তবায়ন করার জন্য রাঙামাটির দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য মোর্শেদ আলম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সহ সভাপতি হারুন অর রশিদ রতন, যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু, সাংগঠনিক সম্পাদক উথোইমং মারমা,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মায়ারাম তঞ্চঙ্গ্যা, সাংগঠনিক সম্পাদক মফিজ, উপজেলা মহিলা দলের সভানেত্রী পারুল ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন মঈন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব ইব্রাহিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ নাহীন ডালিম, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক ফারুক।
এসময় ওয়াগা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।