বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫
মূলপাতাঅর্থনীতিরাইখালী বাজারে জমে উঠেছে ছাগলের হাট

রাইখালী বাজারে জমে উঠেছে ছাগলের হাট

আগামী ১৭ আগস্ট রবিবার   সনাতন সম্প্রদায়ের মনসা পুজা অনুষ্ঠিত হবে।

এদিন বিশেষ করে চট্টগ্রাম এলাকার লোকজন পুজা উপলক্ষে মা মনসার উদ্দেশ্যে ছাগল বলি দিয়ে থাকেন। রাঙামাটি জেলার  কাপ্তাই উপজেলার অন্যতম ছাগলের হাট বসে রাইখালী বাজারে। এই বাজারে পাহাড়ি ছাগলের সংখ্যা বেশী থাকায় আশেপাশের দূর গ্রাম হতে ক্রেতারা আসেন এখানে। ছোট বড় দেশী পাহাড়ি পাঁঠা ছাগল, হরিয়ানা ক্রস জাতের ছাগল ছাড়াও এই বাজারে ভেড়া এবং হাঁস বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার সকাল  ৭ টায় রাইখালী বাজারে ছাগলের হাটে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতার ভীড়। বেলা যতই বাড়ছে ততই ক্রেতা সরগরম বাড়ছে।

এসময় কথা হয়  বাজারে ছাগল কিনতে আসা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার  পারুয়ার  সৌরভ মালাকার, চন্দ্রঘোনা মিশন এলাকার ভুবন ধর, রাঙ্গুনিয়া রোয়াজার হাট এলাকার রন্জন আচার্য্য,  কোদালা বনিক পাড়ার রিপন বনিক, লিচুবাগান এলাকার কৃষ্ণ আচার্য্য,  রাঙ্গুনিয়ার ধোপাঘাটের মিঠু শীল  এর সাথে। তাঁরা  বলেন,  এই বাজারে পাহাড়ি ছাগল পাওয়া যায়, দাম তুলনামূলক কম।

বাজারে  ছাগল বিক্রি  করতে আসা চিৎমরম ইউনিয়ন এর দূর্গম চাকুয়া পুর্ণবাসন  পাড়ার বাসিন্দা মংচাইথুই মারমা, রাইখালীর ভালুকিয়া পাড়ার শ্যামল তনচংগ্যা বলেন, এই বাজারে আমাদের পাহাড়ি ছাগলের চাহিদা বেশী, তবে দাম কম। তাই ক্রেতারা এই বাজারে আসেন।

এসময় রাঙ্গুনিয়া লিচুবাগান হতে ছাগল বিক্রি করতে আসা নুরুল হকের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বেশ বড় পাটনাইয়া জাতের একটা ছাগল নিয়ে এসেছেন এই বাজারে। দাম হেঁকেছেন ১ লাখ টাকা। তবে একজন ক্রেতা ৭০ হাজার টাকা পর্যন্ত দরদাম করেছেন বলে তিনি জানান।

ছাগল বিক্রেতা রাঙ্গুনিয়ার  মো: ইসমাইল ও সালেহ আহমেদ ,  কোদালার ঝন্টু দাশ, চন্দ্রঘোনা মিশন এলাকার শুভ দাশ এবং রাঙ্গুনিয়ার রোয়াজারহাটের রুবেল, আব্দুল খালেক, তপন দে সহ অনেকে জানান, এই বাজারে পাহাড়ি ছাগলের চাহিদা বেশী, দাম নাগালের মধ্যে আছে।

রাইখালী ছাগলের হাটের ইজারাদার শুক্কুর মোল্লা বলেন,  বাজার বেশ জমজমাট। এখানে  পাহাড়ি ছাগলের চাহিদা বেশী, তবে দাম কম।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments