রাঙামাটির লংগদুতে টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। লংগদু উপজেলা মানুষদের নিরাপদ আশ্রয় ও খাদ্য সহায়তা নিশ্চিত করতে ইতোমধ্যেই ১৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (৯ আগস্ট) সকাল থেকে লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম বলির সহযোগিতায় ভাইবোনছড়া এলাকার দেড় শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনের নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিলন চাকমা নিজে উপস্থিত থেকে বানভাসী মানুষের বাড়ি বাড়ি ও আশ্রয়কেন্দ্রে গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
সদর ইউপি চেয়ারম্যান বিক্রম বলি বলেন, “যেসব এলাকা প্লাবিত হয়েছে, সেসব এলাকার মানুষকে নিরাপদে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে এবং আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।”
পিআইও মিলন চাকমা জানান, “বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন সর্বদা রয়েছে। যেখান থেকে তথ্য আসছে, সেখানেই দ্রুত সহায়তা পৌঁছানো হচ্ছে।”
ত্রাণ বিতরণ কার্যক্রমে রেড ক্রিসেন্টের সদস্যরা অংশ নেন এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারের খোঁজখবর রাখেন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় কাপ্তাই লেকের পানি দেড় থেকে দুই ফুট কমেছে। কাপ্তাই বাঁধ থেকে পানি ছাড়া থাকলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।