বুধবার, আগস্ট ১৩, ২০২৫
মূলপাতাপরিবেশকমছে কাপ্তাই হ্রদের পানি ; চালু হয়েছে চন্দ্রঘোনা ফেরি

কমছে কাপ্তাই হ্রদের পানি ; চালু হয়েছে চন্দ্রঘোনা ফেরি

দ্রুত কমতে শুরু করেছে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি। ফলে কাপ্তাই বাঁধের স্পীল ওয়ের দরজা সাড়ে তিনফুট থেকে কমিয়ে দেড় ফুটে আনা হয়েছে। পানি আরো কমলে মঙ্গলবার স্পীলওয়ের সকল দরজা বন্ধ করা হতে পারে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক মাহমুদ হাসান।

এদিকে প্রায় ৪ দিন পর অর্থাৎ  ৯৬ ঘন্টা পর সোমবার  সকাল ৭ টা হতে রাঙামাটি বান্দরবান সড়কের   চন্দ্রঘোনা- রাইখালী নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি গেইট  ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে গত ৭ আগস্ট  সকাল ৭ টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল  বন্ধ করা হলেও আজ সোমবার   সকাল ৭ টায় হতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে সোমবার   সকাল সাড়ে ৯ টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়, কর্ণফুলীর নদীর দুই পাড়ে অসংখ্য
হালকা এবং মাঝারি যানবাহন  ফেরিতে  উঠছে। আবার কিছু কিছু যানবাহন ফেরিতে উঠার অপেক্ষা করছে।
এসময় রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরিঘাটে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

গত বৃহস্পতিবার সকাল ৭ টা হতে  ফেরি চলাচল বন্ধ ছিল।  তবে  মাঝে মাঝে আমরা ঝুঁকি নিয়ে দুই এক বার ফেরি চলাচল করেছিলাম।

বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং রোগীবাহী এ্যাম্বুলেন্স পারাপারের জন্য। নদীতে স্রোত কমে আসায় আজ সোমবার ( ১১ আগস্ট) সকাল ৭ টা হতে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments