সোমবার, আগস্ট ১১, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীজুরাছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণ দল গঠন

জুরাছড়িতে জীববৈচিত্র্য সংরক্ষণ দল গঠন

পার্বত্য মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প “জীববৈচিত্র্য ও প্রতিবেশ পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি কার্যক্রম”-এর আওতায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জুরাছড়ি উপজেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ দল গঠন করেছে।

রবিবার সকালে বনযোগীছড়া ইউনিয়নের বনযোগীছড়া হেডম্যান পাড়ায় আয়োজিত সভায় স্থানীয় কার্বারী তুষার কান্তি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা।

অনুষ্ঠানে জেলা পরিষদের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমাসহ পাড়া বন সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় হাল্যারাম পাড়া, হেডম্যান পাড়া, চেয়ারম্যান পাড়া, লক্ষিচন্দ্র পাড়া, শুকনাছড়ি ও চৌমুহনী—এই ৬টি পাড়ার সমন্বয়ে সভাপতি সালমা আক্তার, সাধারন সম্পাদক প্রনা চাকমাকে করে ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

একই দিনে বামে পানছড়ি এলাকায় ধামাইপাড়া, নতুন পাড়া, বেক্যাবেক্যা, বামে পানছড়ি ও ছোট পানছড়ি—এই ৫টি পাড়ার সমন্বয়ে সভাপতি রনিকা চাকমা সাধারণ সম্পাদক কহেলিকা চাকমাকে নির্বাচন করে ১৫ সদস্যের কমিটি গঠিত হয়।

জীববৈচিত্র্য সংরক্ষণ দলের মূল উদ্দেশ্য হলো স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র সংরক্ষণ, পুনরুদ্ধার এবং টেকসই ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করা। দলগুলো স্থানীয় পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন, হুমকি মোকাবিলা, অবৈধ বন্যপ্রাণী শিকার প্রতিরোধ, টেকসই জীবিকায়ন উন্নয়ন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের কাজ করবে। প্রতিটি দলে ৫০% নারী সদস্য নিশ্চিত করা হবে, যাতে নারী ও যুবদের সক্রিয় অংশগ্রহণ বজায় থাকে।

দল গঠনের প্রক্রিয়ায় প্রতিটি পাড়া থেকে অন্তত ৩ জন প্রতিনিধি নির্বাচিত হয়, যার একজন যুব প্রতিনিধি এবং একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। কমিটির গঠন কাঠামোয় রয়েছেন—চেয়ারপারসন (মহিলা), দুইজন সহ-সভাপতি (পুরুষ ও মহিলা), সাধারণ সম্পাদক (মহিলা), সহকারী সাধারণ সম্পাদক (পুরুষ), কোষাধ্যক্ষ (মহিলা), এবং অন্যান্য সদস্য (পুরুষ, মহিলা ও যুব)।

এছাড়া প্রতিটি জীববৈচিত্র্য সংরক্ষণ দলকে সহায়তার জন্য একটি পরামর্শক কমিটি থাকবে, যেখানে হেডম্যান, জনপ্রতিনিধি, ভিসিএফ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং মহিলা ওয়ার্ড সদস্য অন্তর্ভুক্ত থাকবেন। তারা কার্যক্রমের জন্য পরামর্শ, নেটওয়ার্কিং এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন। জুরাছড়ি উপজেলা আরো ৪টি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা তুহিন চাকমা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments