পার্বত্য অঞ্চলের হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে নানা জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির বরকল উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় দুই পাহাড়ি পরিবারকে সেলাই মেশিন প্রদান করেছে রাজনগর জোনের (৩৭ বিজিবি) সদস্যরা।
সেলাই মেশিন প্রাপ্ত দুই নারী হলেন— রশিকা চাকমা (৩২) এবং এবং কল্পনা চাকমা (৩৫)।
তারা দু’জনই রাজনগর জোনের অধীন বরকল উপজেলার শুকনাছড়ি গ্রামের বাসিন্দা।
প্রত্যেককে একটি করে সেলাই মেশিন হস্তান্তর করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থানের পথ সুগম করবে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই সহায়তার ফলে দুই পরিবার দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে জীবন-জীবিকা উন্নয়নে সক্ষম হবে।
রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল নাহিদ হাছান বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় পার্বত্য এলাকার সাধারণ মানুষের পাশে রয়েছে। বিশেষ করে নারী সমাজকে স্বাবলম্বী করতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Md