সোমবার, আগস্ট ১১, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিলংগদুতে বন্যা দুর্গতদের সেনাবাহিনীর খাবার বিতরণ

লংগদুতে বন্যা দুর্গতদের সেনাবাহিনীর খাবার বিতরণ

রাঙামাটির লংগদুতে বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮০ পরিবারের সদস্যদের হাতে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। রবিবার  দুপুরে লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি’র উপস্থিতিতে মাইনীমুখ ফাজিল মাদ্রাসা, মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয় ও লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ে অবস্থানরত বন্যাদুর্গতদের মাঝে ভাত, মাছ, ডালসহ রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেজর রিফাত উদ্দীন আহমদ লিওন, লে. ছিদ্দিকুর রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments