বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
মূলপাতাঅপরাধরইন্ন্যাছড়িতে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্ট জরিমানা

রইন্ন্যাছড়িতে অবৈধ বালু উত্তোলন মোবাইল কোর্ট জরিমানা

রাঙামাটির রইন্ন্যাছড়িতে অবৈধ বালু উত্তোলনের সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের রইন্ন্যাছড়ি এলাকায় অবৈধভাবে কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে উত্তোলনকৃত বালু মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমেন নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে ফাহিম উদ্দিন (২৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন তিনি।

অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বড়াদম মৌজার কারবারি উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই লেকে এধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments