রাঙামাটির বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি সদর ও কেংড়াছড়ি ইউনিয়নে ভিডব্লিউবি (VWB) মহিলাদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় গোডাউন প্রাঙ্গণ এলাকা হতে এইসব চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও রামাচরন মার্মা (রাসেল)। এছাড়াও ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিভূতি-ভূষণ চাকমা, অনুময় চাকমা অনুপ বড়ুয়াসহ নিজ নিজ এলাকার ওয়ার্ড মেম্বারগণ।
জানা গেছে বিলাইছড়ি ইউনিয়নে ৬২৫ জন এবং কেংড়াছড়ি ইউনিয়নে ৫৫৯ জনকে দেওয়া হয়েছে। তবে দেওয়া হয়নি কেংড়াছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৬৬ জন মহিলা বা নারীদের। জানা গেছে তালিকা নিয়ে নানা অভিযোগ থাকার কারণে স্থগিত রাখা হয়েছে।




