মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
মূলপাতাঅপরাধবাঘাইছড়িতে বিজিবির অভিযানে কাঠ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে কাঠ জব্দ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায়  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  অভিযান চালিয়ে আনুমানিক ১৪ লাখ টাকার অবৈধ কাঠ ও সুইং করা আগর কাঠ জব্দ করছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। ২৭ জুলাই সন্ধ্যায় বিজিবির পক্ষ থেকে  গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অবগত করা হয়েছে।

বিজিবি জানায় গত ১৭ জুলাই মারিশ্যা ব্যাটালিয়ন এর অধীনস্থ প্রশিক্ষণ টিলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আব্দুল হাকিম এর নেতৃত্বে চেক পোস্টে সিএনজি তল্লাশি করে মালিক বিহীন ৬০ কেজি আগর কাঠ জব্দ করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

এছাড়া গত ২৪ জুলাই ২০২৫ তারিখ মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর হাবিঃ মোঃ আব্দুল গফুর, বিজিবিএম

এর নেতৃত্বে একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা বাস স্ট্যান্ড এলাকা হতে পরিত্যক্ত অবস্থার

অবৈধ ৮১ ঘনফুট চাপালিশ কাঠ আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ১,২১,৫০০/- (এক লক্ষ একুশ।

হাজার পাঁচশত) টাকা

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ জুলাই ২০২৫ তারিখ মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ

এলাকা পুরাতন মারিশ্যা হতে সুবেদার মোঃ মোস্তাক আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল নদীর পানির

মধ্যে হতে লুকায়িত অবস্থায় বিভিন্ন ধরণের ৫৭৯.০৩ ঘনফুট অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়। যার

সিজার মূল্য- ৯,৮৬,৯৩৪/- (নয় লক্ষ ছিয়াশি হাজার নয়শত চৌত্রিশ) টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি

বলেন মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে।

এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে

জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments