মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
মূলপাতাঅপরাধকাপ্তাইয়ে বিজিবির অভিযানে অরিস সিগারেট জব্দ

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে অরিস সিগারেট জব্দ

 

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবির) অভিযানে কাপ্তাই সড়ক দিয়ে অবৈধভাবে পাচারকালে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেট জব্দ করা হয়। সেই সাথে সিগারেট পাচারে ব্যবহৃত একটি এক্স নোহা গাড়িও আটক করা হয়েছে।

রবিবার ( ২৭ জুলাই) বিকেল  ২ টা ৩০ মিনিটে  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক  লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্,  এর নেতৃত্বে ওয়াগ্গাছড়া  ব্যাটালিয়ন সদর এর ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি এক্স নোহা মাইক্রোবাস তল্লাশি করে  ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস   সিগারেট আটক করা হয়  । সেই সাথে  এক্স নোহা মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীর সিজার মূল্য আনুমানিক ২৮,০০,০০০/- (আটাশ লক্ষ) টাকা।

বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments