রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূল পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জুরাছড়ি উপজেলা বিশ্রামাগারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জুরাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি দেবতপ্ত চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধন চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, সহসভাপতি ধনপন্য চাকমা, সিনিয়র সদস্য মোঃমনির হোসেন উপস্থিত ছিলেন।
জুরাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃআবুল কাসেমের ধারা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিএনপির সভাপতি সুমিতা চাকমা, সিনিয়র সহ-সভাপতি জলঙ্গ রানী চাকমা, যুব দলের আহ্বায়ক আশুগোপাল চাকমাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।