শনিবার, জুলাই ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবাঘাইছড়িতে জামায়াতের ওলামা সম্মেলন

বাঘাইছড়িতে জামায়াতের ওলামা সম্মেলন

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা ওলামা বিভাগের উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল সাড়ে ১০ টায় বাঘাইছড়ি বায়তুশরফ কমপ্লেক্স মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইকবাল করিমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহম্মদ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সদর মসজিদের খতীব মাওলানা ফয়জুল আমীন কুতুবী। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি কাজী নেয়ামত উল্লাহ, সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি আবসার উদ্দিন সহ বিভিন্ন মসজিদের ইমাম ও দলীয় নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরআন ও সুন্নাহ’র ভূমিকা তুলে ধরেন। বিগত ২০২৪ সালের আগস্ট বিপ্লবের শহীদের অবদান কথাও বক্তরা স্মরণ করেন এবং শহীদদের রুহের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধ
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments