রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ব্যাটালিয়ন ২৭ বিজিবি মারিশ্যা জোনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার দুপুরে মারিশ্যা জোন সদরে কেক কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বিজিবির কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, খাগড়াছড়ি, লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি,অধিনায়ক, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি), ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে : কর্নেল মহিউদ্দিন ফারুকী
অন্যান্য আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল আব্দুল মোত্তাকিম বলেন বিজিবি ২০০ বছরের ইতিহাসে ২৭ বিজিবি মারিশ্যা ব্যাটালিয়ন ৪৭ বছরের অংশীদার। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজে এই ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।