বুধবার, জুলাই ২, ২০২৫
মূলপাতাখেলাধূলারাঙামাটি সরকারী কলেজের জাতীয় চ্যাম্পিয়নদের সংবর্ধনা

রাঙামাটি সরকারী কলেজের জাতীয় চ্যাম্পিয়নদের সংবর্ধনা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আন্ত কলেজ প্রতিযোগিতায় রাঙামাটি সরকারী কলেজ থেকে জাতীয় পর্যায়ে কাবাডিসহ ২ টি দলগত ইভেন্ট ৩টি ব্যাক্তিগত ইভেন্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি সরকারী কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি সরকারী কলেজের অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।


রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রেফেসর আবু ছৈয়দ চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শান্তনু চাকমা। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক অনির্বাণ বড়ূয়া।
সংবর্ধনা অনুষ্ঠানে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ক্রেস্ট ও নগদ অর্থ ছাড়াও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান প্রত্যেক খেলোয়াড়কে ১০ হাজার নগদ প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে গত সেশনে বিভিন্ন বিভাগে পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়।

প্রসঙ্গত প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত কলেজ প্রতিযোগিতায় রাঙামাটি সরকারী কলেজের শিক্ষার্থীরা পুরস্কার অর্জন করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments