শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
মূলপাতাপ্রধান খবরবাঘাইছড়িতে দুই ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী

বাঘাইছড়িতে দুই ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা দিঘিনালা সড়কের ১১ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে সেনাবাহিনী।

আটক দুজনই ইউপিডিএফ (প্রসিত দলের) দুই কালেক্টর বলেছে সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন।

সেনাসূত্র জানায়, ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সুবেল চাকমা(৪২) পিতা- জ্ঞানময় চাকমা ও বিন্দুময় চাকমা (৪২) পিতা- কিরণময় চাকমা।

এসময় তাদের কাছ থেকে ১ টি পিস্তল, গুলতি, চাঁদাবাজির রশিদ, নগদ অর্থ, চাপাতি, রামদা, মোবাইল সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এবিষয়ে জানতে ইউপিডিএফ এর একাধিক নেতার মোঠফোনে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে: কর্নেল মাসুদ রানা বলেন ইউপিডিএফ দীর্ঘদিন মারিশ্যা দিঘিনালা সড়কের ১১ কিলো ও শুকনা ছড়া এলাকায় অবস্থান নিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিলো তাই গোপন সংবাদ পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করতে এধরনের অভিযান চলমান থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments