রাঙামাটির সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে টানা বর্ষণের কারণে সৃষ্ট পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তের সহায়তার উদ্দেশ্যে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর হাতে নেয়া জরুরী সহায়তা প্রকল্প সম্পর্কে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় রাঙামাটি সদর উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা উপস্থিত ছিলেন।
সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীন চাকমার সভাপতিত্বে সভায় জানানো হয় তরিৎ এ প্রকল্পের আওতায় রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে নগদ অর্থ, খাদ্য প্যাকেজ, ওয়াস কিট, চিকিৎসাসহ নানা ধরনের সহায়তা প্রদান করা হবে।
সভায় আশিকা কর্মকর্তা ডা. ঝুমালিয়া চাকমা, সুব্রত খীসা, রিন্টু চাকমাসহ সাপছড়ি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।