শুক্রবার, জুন ১৩, ২০২৫
মূলপাতাপ্রধান খবরশহীদ জিয়া দেশকে তলাবিহীন জুড়ি থেকে উত্তরণ করেছেন - ডা শাহাদাত 

শহীদ জিয়া দেশকে তলাবিহীন জুড়ি থেকে উত্তরণ করেছেন – ডা শাহাদাত 

চট্টগ্রাম  সিটি করপোরেশনের মেয়র ডা:  শাহাদাত হোসেন বলেন, শহীদ জিয়াউর রহমান এই দেশকে তলাবিহীন জুড়ি থেকে উত্তরণ করেছেন  বহুদলীয় গণতন্ত্র সূচনা করার জন্য। বিগত সরকার এই কেপিএম কে ধ্বংস করে গেছেন। আমাদের এই রাষ্ট্রীয় সম্পদকে পুনরায় প্রাণ ফিরিয়ে আনতে চাই।

তিনি শনিবার ( ৩১ মে) বিকেল ৪ টায় রাঙামাটির  কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম মহিলা ক্লাবে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত  বার্ষিকী উপলক্ষে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) ও কেপিএম লিঃ সর্বস্তরের শ্রমিক কর্মচারীবৃন্দের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি এবং  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, চট্টগ্রাম বিভাগের সহ সভাপতি  আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম  বিভাগীয় শ্রমিকদলের সভাপতি  ও কেন্দ্রীয় বিএনপির  শ্রম বিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দীন।

চন্দ্রঘোনা  বিএনপির সদস্য সামসুজ্জামান (রকি) এর সঞ্চালনায়  আলোচনা সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি  দীপেন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কাজী শেখ নুরুউল্লাহ বাহার,  রাঙামাটি জেলা বিএনপির সহ  সভাপতি ডাঃ রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম  আহবায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন বাহার এবং কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ ইয়াসিন মামুন।
আলোচনা সভায় কাপ্তাই উপজেলা  বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক  নেতাকর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments