রাঙামাটি জুরাছড়ি উপজেলায় প্রবল বৃষ্টিপাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, স্কুল, বসত ঘর প্লাবিত এবং ধান্য জমিসহ বিভিন্ন শাক-সবজি ক্ষেত ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিপাতে মৈদং ইউনিয়নের জামুরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রূপময় চাকমা।
এদিকে টানা বৃষ্টিপাতে জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে বসত ঘর প্লাবিত এবং ধান্য জমিসহ বিভিন্ন শাক-সবজি পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। রাস্তাঘাট প্লাবিত হওয়াই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে।
এদিকে ৫দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন তাকায় জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। বিভিন্ন হোটেলে ক্ষতি হচ্ছে বলে দাবী হোটেল মালিকদের।
বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা বলেন, একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এতে গ্রাহকদের চরম অসন্তোষ দেখা দিয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানিয়েছে উপজেলা প্রশাসন থেকে ১১ টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে এখনো কেউ উঠেনি।