মাল্টিমিডিয়া সাংবাদিকতার প্রায়োগিক জ্ঞান অর্জনে রাঙামাটির কাপ্তাই ভ্রমণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একদল শিক্ষার্থী।
শনিবার (২৪ মে) দিনব্যাপী তারা কাপ্তাইয়ের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। শিক্ষার্থীরা শুরুতে ওয়াগ্গাছড়া চা বাগান পরিদর্শন করেন এবং প্রতিবেদনের জন্য ফুটেজ ও তথ্য সংগ্রহ করেন।
বিকেলে কাপ্তাই লেক ভ্রমণের মাধ্যমে তাদের ফিল্ড ওয়ার্ক সমাপ্ত হয়। ফিল্ড ওয়ার্কে তাদের সঙ্গে রিপোর্টিং কৌশল নিয়ে আলোচনা করেন কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
কাপ্তাই ভ্রমণকালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্রর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন। তৃতীয় বর্ষের মাল্টিমিডিয়া জার্নালিজম কোর্সের অধীন এই ফিল্ড ওয়ার্কের তত্ত্বাবধানে ছিলেন বিভাগর সহযোগী অধ্যাপক রাজীব নন্দী এবং প্রভাষক মোহাম্মদ আতিক উল্লাহ।
এর আগে সকালে শিক্ষার্থীরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) পত্রিকার চট্টগ্রাম ব্যুরো অফিস পরিদর্শন করেন। এসময় ব্যুরো চিফ শামছুদ্দিন ইলিয়াস তাদের ইন্টারেকটিভ ইনফোগ্রাফ, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ভার্চুয়াল রিয়েলিটি, ৩৬০ ডিগ্রি জার্নালিজম এবং মাল্টিমিডিয়া স্টোরিটেলিং নিয়ে শিক্ষার্থীদের ধারণা দেন।