শুক্রবার, জুন ১৩, ২০২৫
মূলপাতাUncategorizedকাপ্তাইয়ে ভূমি মেলা উদ্বোধন

কাপ্তাইয়ে ভূমি মেলা উদ্বোধন

রাঙামাটির কাপ্তাই ভুমি অফিসের আয়োজনে রবিবার (২৫ মে) সকালে  ভুমি অফিস চত্বরে  উদ্বোধন করা হয়েছে ভুমি মেলা ২০২৫।  ৩ দিনব্যাপী এই ভুমি মেলা আগামী মঙ্গলবার ( ২৭ মে)   সমাপ্ত হবে।

” নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যে  ভূমি মেলা উপলক্ষে এদিন সকাল সাড়ে ১০ টায় ভূমি অফিস চত্বর হতে একটি  র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও ভূমি অফিসে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং আমন্ত্রিত অতিথিরা।

পরে ভূমি অফিস চত্বরে  জনসচেতনতামূলক সভা  অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রুহুল আমিন জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, আমাদের আদালতে শতকরা  ৮০ ভাগ মামলা ভূমি সংক্রান্ত। এটা গৃহবিবাদ  হতে সৃষ্ট। দিন দিন এই জটিলতা বাড়ছে। এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে পরিবার হতে। বর্তমানে সব কিছু ডিজিটাল হবার পর জনগণ অতি সহজে ভূমি অফিস হতে সেবা গ্রহন করতে পারছে।

সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র  এর সভাপতিত্বে  রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক  দিলদার হোসেন,   কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ,  কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে চৌধুরী ( মিশুক), ১৩০ নং বারুদগোলা মৌজার হেডম্যান  কালাচাঁন তনচংগ্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন মৌজার কারবারি,  স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা   উপস্থিত ছিলেন।
পরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে  কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া ভূমি মেলা উপলক্ষে জনগণের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments