রাঙামাটির কাপ্তাইয়ে “তারুণ্যের দক্ষতা উন্নয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভুমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক শিক্ষার্থীরা এবং সরকারি কর্মকর্তারা অংশ নেন। কাপ্তাই উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে শনিবার ( ২৪ মে) দিনব্যাপী কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রুহুল আমিন। এসময় তিনি বলেন, বিশ্ব এখন অনেক উন্নতি সাধন করেছে, তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে হবে।
আইসিটি অফিসার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।