শুক্রবার, জুন ১৩, ২০২৫
মূলপাতাUncategorizedকাপ্তাই  নুরুল হুদা বিদ্যালয়ে সভা

কাপ্তাই  নুরুল হুদা বিদ্যালয়ে সভা

মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী  উচ্চ বিদ্যালয়ে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  সকালে স্কুল মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং  বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন।

এসময় তিনি বলেন,  এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য শিক্ষকদের পাশাপাশি পরিবারে অভিভাবকদেরকে সচেতন হতে হবে। নবম এবং দশম শ্রেণি হলো পড়ালেখার ভিত্তি। এই সময় যা পড়বে তা সারা জীবন মনে থাকবে।

দশম শ্রেণির শ্রেণী শিক্ষক মো: শাহজাহান এর সভাপতিত্বে স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়ার সঞ্চালনায়  এসময়  বক্তব্য রাখেন স্কুলের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য  মো: হারুন,   অভিভাবক জাফর আহমেদ স্বপন, অভিভাবক মিনুপ্রু মারমা, অভিভাবক জেসমিন বেগম, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, দশম শ্রেণির শিক্ষার্থী অংথোয়াইচিং মারমা, আয়েশা আক্তার মুনমুন ও নিংচাই মারমা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments